পঞ্চগড়ে বইছে শৈত্য প্রবাহ। রোদ থাকলেও কনকনে ঠান্ডায় কাতর হয়ে পড়েছে জনজীবন। বিকেল থেকে ভোর পর্যন্ত তীব্র ঠান্ডা বিরাজ করছে এই জেলায়। ফলে শীতের মাত্রা বেড়ে গেছে।
প্রত্যেক মানুষকেই পড়তে হচ্ছে দু থেকে তিনটি কাপড়। খেটে খাওয়া এবং দরিদ্র মানুষ শীতের কাপড়ের সংকটে পড়েছে। সঠিক সময়ে কাজে যেতে পারছে না তারা। বয়স্ক ও শিশুরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রত্যেক দিন ৪-৫ জন শীতজনিত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। আউটডোরে অন্তত ২০-২৫ জন রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও একই অবস্থা।
সূর্যের দেখা মিলছে বেলা ১১টার পরে। সরকারি ও বেসরকারিভাবে কম্বল বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয়। শিশুদের হাতে এখনো পৌঁছায়নি গরম কাপড়।
সুধী সমাজ মনে করছেন এই মুহূর্তে ছিন্নমূল এবং প্রান্তিক এলাকার শিশুদের জন্য গরম কাপড়ের প্রয়োজন। তারা শিশুদের জন্য উদ্যোগ নিতে সামাজিক সংগঠন ও সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
তেতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার এই জেলায় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই