বগুড়ায় সময় টিভির সাংবাদিক মাজেদুর রহমান মাজেদ ও ক্যামেরা পারসন রবিউল ইসলাম রবির ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিট।
কর্মসূচি থেকে আগামী ৪৮ ঘণ্টার সময় দিয়ে হামলাকারীদের গ্রেফতারে আল্টিমেটাম প্রদান করা হয়। মানববন্ধন কর্মসূচি থেকে বলা হয়, ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীরা গ্রেফতার না হলে পরবর্তী সময়ে আরো কঠোর আন্দোলন ও কর্মসূচি প্রদান করা হবে।
কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন সিনিয়র সাংবাদিক আবদুর রহিম, হাসিবুর রহমান বিলু, চপল সাহা, সবুর শাহ লোটাস ও মির্জা সেলিম রেজা।
এতে সভাপতিত্ব করেন বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের সভাপতি জিএম সজল। সঞ্চালনা করেন মেহেরুল সুজন। মনববন্ধন কর্মসূচিতে বিভিন্ন টেলিভিশন, অনলাইন, দৈনিক পত্রিকার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বুধবার বগুড়া সদরের দশটিকা গ্রামে আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওই দুই সাংবাদিক হামলার শিকার হয়েছে।
এসময় তাদের মোবাইল, টাকা ও ক্যামেরা ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা। সাংবাদিক মাজেদ রহমান জানান, তাদের ওপর হামলা চালিয়েছে বগুড়া সদরের নিশিন্দারার ইউপি সদস্য লুৎফর রহমান লাল মিয়া ও তার সহযোগী মো. জনি।
বিডি প্রতিদিন/এমআই