ফেনীতে অপহরণ মামলায় ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের চেয়ারম্যান জানে আলমকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার ভোরে জাহানপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে জেলা যুবলীগের সহ-সভাপতি। ঠিকাদার খলিলুর রহমান ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে গ্রাম পুলিশের পোশাক সরবরাহের দরপত্র জমা দিতে গেলে তাকে অপহরণ করা হয়। এই ঘটনায় তিনি বাদী হয়ে জানে আলমসহ ৫ জনের নামে ফেনী মডেল থানায় মামলা করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এই পর্যন্ত ৪জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে সম্রাট নামে একজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন