কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর ইটালুকান্দা এলাকার হলহলিয়া নদী থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ। নিহত বৃদ্ধের নাম রফিয়াল হক (৮০)। তিনি উপজেলার শৌলমারী ইউনিয়নের চেংটাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে রফিয়াল হক তার বাড়ি চেংটাপাড়া থেকে চর ইটালুকান্দায় তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। বয়স বেশি ও শারীরিক অক্ষমতার কারণে ওই বৃদ্ধ আকস্মিকভাবে হলহলিয়া নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা তার লাশ নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সেখানে গিয়ে পুলিশ ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃদ্ধের লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর