নেত্রকোনায় দীর্ঘদিন পরে শুরু হয়েছে আবারো ক্রিক্রেট উত্তেজনা। মুজিবশতবর্ষ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মিতালী সংঘ।
বৃহস্পতিবার সকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সংগঠক মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন, মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, মহিলা ভাইস তুহিন আক্তারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টে চারটি টিম খেলবে আগামী এক সপ্তাহ পর্যন্ত। আর এ সকল টিমে জেলার তারকা খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টে এন আই খান, মোক্তারপাড়া রাইডার্স, কে এন টাইগার্স ও টিএন ভাইকিংস নামে চারটি টিমে জাতীয় টিমের খেলোয়ার ছাড়াও বিভিন্ন টিমে থাকা নেত্রকোনার খেলোয়াড়রা অংশ নেন। উদ্বোধনী ম্যাচে মোক্তারপাড়া রাইডার্সের সাথে টসে হেরে ব্যাটিংয়ে নামেন কে এন টাইগার্স।
বিডি প্রতিদিন/এমআই