ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১২ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ দেড় হাজার টাকাসহ মো. মহিউদ্দিন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় মাদকদ্রব্য বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকালে র্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুধবার রাতে আশুগঞ্জ টোলপ্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মহিউদ্দিন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলী গ্রামের মৃত ইসলামের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টার দিকে র্যাব সদস্যরা ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে একটি পিকআপ আটক করে।
পরে পিকআপ তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার ও মাদক ব্যবসায়ী মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আশুগঞ্জ থানায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই