ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাড়ির সীমানা নিয়ে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাগালিয়া গ্রামের পশ্চিমপাড়ার কুদ্দুস মিয়া (৩০) ও তার প্রতিবেশী মহিবুল্লাহর (৫৫) মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জায়গায় ঘর নির্মাণ করতে গেলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
পরে মহিবুল্লাহ লোকজন নিয়ে কুদ্দুস মিয়ার উপর হামলা চালালে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় রাস্তায় তার মৃত্যু হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই