পুনরায় নির্বাচনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। ৩০ ডিসেম্বরকে গণতন্ত্র হত্যা দিবস উল্লেখ করে বুধবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে দুুপুরের পর থেকে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন পাড়া মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের কলেজ পাড়ায় এসে বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের ব্যারিকেডের মধ্যেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন ও সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এবিএম মমিনুল হক, আলী আজম, আসাদুজ্জামান শাহীন, মো. সালাউদ্দিন, নিয়ামুল হক, আবু শামীম মো. আরিফ মাইনুল হাসান চপলসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযেগী সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এমআই