গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে ‘চেতনায় স্বাধীনতা’ ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেন, আমাদের জাতিসত্তার মূলচালিকা শক্তি মুক্তিযুদ্ধের চেতনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটিয়েছিলেন। আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরতে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম।
গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির ও গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।
অনুষ্ঠানের সূচনালগ্নে গাজীপুর জেলা পুলিশের সার্বিক কর্মকান্ডের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পরে অতিথিবৃন্দ চেতনায় স্বাধীনতা ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার