৩০ ডিসেম্বর কলঙ্কের কালো দিন উপলক্ষে এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনঃ নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে শহর বিএনপির নেতাকর্মীরা। এ উপলক্ষে আজ বেলা সাড়ে ১১টার দিকে শহরের কোট চত্বর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কোট চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একে এম কিবরিয়া স্বপন, কোতয়ালী বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হাসান রঞ্জন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ। এ সময় বিএনপি নেতা ও ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিনান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন, মো. কাইয়ুম মিয়া, মো. ইউসুফ, ছাত্রদল নেতা তানজিমুল হাসান কায়েসসহ শহর বিএনপির নেতা-কর্মী ও অঙ্গসংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন