মুজিব বর্ষের কর্মসূচিতে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপত্তা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নারান চন্দ্র সরকার, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত, সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক অ্যাড. কোরবান আলী।
সেমিনারে আরও বক্তব্য রাখেন শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, উপজেলা খাদ্য কর্মকর্তা রিজাউল করিম, স্যানিটারি অফিসার মো. ফরিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসান।
বিডি প্রতিদিন/আবু জাফর