দিনাজপুরের বীরগঞ্জে জায়গা দখল করার অভিযোগ এনে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করেছে হরিজন সম্প্রদায়ের (সুইপার) লোকজন।
বুধবার সকাল ১০টায় উপজেলার শতগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের সামনে ঝাড়বাড়ি হরিজন সম্প্রদায়ের ব্যানারে এই মানববন্ধন করা হয়।
বীরগঞ্জের শতগ্রাম ইউপি চেয়ারম্যান কে এম কুতুবউদ্দিন ঝাড়বাড়ি হাটে অবস্থিত পাবলিক টয়লেটের সাথে হরিজন সম্প্রদায়ের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করেছেন, এমন অভিযোগ হরিজন সম্প্রদায়ের।
তবে এই অভিযোগ অস্বীকার করে শতগ্রাম ইউপি চেয়ারম্যান কে এম কুতুবউদ্দিন জানান, তাদের জায়গা রয়েছে। কোনো জায়গা তাদের দখল করা হয়নি।
বিডি প্রতিদিন/এমআই