নরসিংদীতে রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে প্রকাশ কুমার দাস (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে শহরের বাসাইল রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত প্রকাশ কুমার দাস নরসিংদীর শিবপুরে চাকরি করতেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক মো. শাহ আলম বলেন, বুধবার দুপুরে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনটি নরসিংদী শহরের বাসাইল রেলওয়ে ক্রসিং অতিক্রম করছিল। এসময় প্রকাশ কুমার দাস রেললাইন পার হবার সময় ট্রেনের নীচে কাটা পড়েন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার