টেকনাফে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে শপিং ব্যাগের ভেতর থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা হ্নীলা ইউনিয়নের উলুচামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। তিনি হলেন, হ্নীলা ইউপি রঙ্গিখালী (গাজীপাড়া) মৃত গুরা মিয়ার ছেলে আব্দুর শুক্কুর প্রকাশ শিয়াইল্যা (৩৫)।
বুধবার বিকেলে এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উলুচামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী প্রকাশ শিয়াইল্যাকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর