নরসিংদীতে পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে জেল খানার মোড়ে ‘ভোটাধিকার হত্যা দিবস’ উপলক্ষে এই সমাবেশ করে বিএনপি।
এদিন দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির চিনিশপুর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কিছু দূর এগিয়ে গেলেই পুলিশের বাধার মুখে পড়ে।
পরে পুলিশি বাধা উপেক্ষ করে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেল খানা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহ-সভাপতি অ্যাডভোকেট বাছেদ মিয়া, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, আমিনুল ইসলার বাচ্চু, আকবর হোসেন, শাহের শাহ শানু, সুমন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই