‘গণতন্ত্রের বিজয় দিবসের অঙ্গিকার রুখবো এবার স্বাধীনতা বিরোধী, অগ্নি-সন্ত্রাস-জঙ্গিবাদ’ স্লোগানে নেত্রকোনায় বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের ছোটবাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। জেলা আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এই মিছিলের আয়োজন করে।
এতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু নেতৃত্ব দেন। মিছিলটি শহরের বড় বাজার আখড়ার মোড় হয়ে আরামবাগ দিয়ে মোক্তারপাড়া হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্য নেতাকর্মীদের মাঝে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক পিপি ইফতেখার উদ্দিন মাসুদ পিন্টু, ভজন সরকার, উপজেলা সদর আওয়ামী লীগের সম্পাদক জিএম খান পাঠান বিমল সহ অন্যরা অংশ নেন।
এক কিলোমিটার দীর্ঘ মিছিলটিতে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর