মানিকগঞ্জে গণতন্ত্রের বিজয় দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ। আজ দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতি কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ করে।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর মজিদ ফটো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, যুগ্ম-সম্পাদ অ্যাডভোকেট বাদরুল ইসলাম খান বাবলু, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, সুদেব কুমার সাহা, জেলা মহিলা লীগের সভানেত্রী লক্ষী চ্যাটর্জিী, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, সদস্য-সচিব মাহবুবুর রহমান জনি, জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুলসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
অন্যদিকে, গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে জেলা বিএনপি। বেলা পৌনে ১১টায় মানিকগঞ্জ জজকোর্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে পৌর বিপনী মার্কেটের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জামিলুর রশীদ খান, যুগ্ম আহবায়ক আতাউর রহমান আতা ও আফম নুরতাজ আলম বাহার।
বিডি প্রতিদিন/এ মজুমদার