কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। উলিপুর উপজেলার মিনা বাজার এলাকার আরডিএস অফিসের সামনে গতকাল মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্করের বাড়ি পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রামগামী একটি ট্রাক উলিপুরের মিনা বাজার এলাকায় আসলে পান্ডুল ইউনিয়নের বাড়ির দিকে যাওয়া সাইকেল আরোহী আবু বক্করকে (৫৫) ধাক্কা দেয়। এ সময় আবু বক্কর ছিটকে পড়ে রাস্তার নিচে পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কিছুক্ষণ পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকালে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর