কুমিল্লা নগরীতে মালবাহী ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
বুধবার সকালে নগরীর শাসনগাছা রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। অটো রিকশাটি প্রায় ৩শ’ ফুট দূরে নিয়ে যায় ওই ট্রেনটি। ট্রেনের মাথায় আটকা অটো রিকশায় মানুষ চিৎকার করছিলো।
নিহতরা হলেন- ফরিদ মুন্সী (৬৫) ও তার স্ত্রী পেয়ারা বেগম। তারা জেলার দেবিদ্বার উপজেলার বাসিন্দা। আহতরা হলেন তাদের মেয়ে আঁখি আক্তার ও ভাগিনা সিএনজি অটো রিকশার চালক রাকিবুল ইসলাম।
স্থানীয় সূত্র জানায়, নগরীতে ডাক্তার দেখাতে ভোরে দেবিদ্বার থেকে কুমিল্লায় আসেন ফরিদ মুন্সী। শাসনগাছা এলাকায় রেলওয়ে ক্রসিংয়ের সিগন্যাল অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় সিএনজি অটো রিকশাটি। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যান ফরিদ মুন্সী ও তার স্ত্রী পেয়ারা বেগম। চিকিৎসাধীন আছেন গুরুতর আহত ২ জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রেলগেটের ফাঁকা অংশ দিয়ে সিএনজি অটো রিকশাটি লেভেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় মালবাহী ট্রেনের ধাক্কা লাগে। অটো রিকশাটিকে তিনশ’ ফিট দূরে নিয়ে যায় ওই ট্রেনটি। ট্রেনের মাথায় আটকা অটো রিকশায় মানুষ চিৎকার করছিলো।
কুমিল্লা রেল স্টেশন মাস্টার সফিকুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ওই মালবাহী ট্রেন শাসনগাছা রেলক্রসিং অতিক্রম করার সময়ে রেললাইনের উপরে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা চলে আসে। এ সময় সিএনজি অটোরিকশাটিকে মুখে করে তিনশ’ ফিট দূরে নিয়ে যায় ট্রেনটি। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনের এয়ার পাইপ নষ্ট হয়ে যায়। পরে ট্রেনটি রেলস্টেশনে এনে মেরামত করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল