বরগুনার পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী গ্রাম থেকে আজ বিকালে পাথরঘাটা কোস্টগার্ড চুন্নু (৫২) নামের একজনকে ৩টি বিরল প্রজাতির তক্ষ সহ আটক করে। পরে রাতে ভ্রাম্যমাণ আদালতে চুন্নুকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. ফাহিম শাহরিয়ার জানান, বিশ্বস্ত সূত্রে তারা জানতে পারেন চুন্নু পাচারের উদ্দেশ্যে কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির ৩টি তক্ষকসহ নিজ বাড়িতে অবস্থান করছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুন্নু কোস্টগার্ডের নিকট তক্ষক ৩টি পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছে বলে স্বীকার করে।
পরে তক্ষকসহ চুন্নুকে বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়। পাথরঘাটা বনবিভাগের রেঞ্জার মনিরুল হক বাংলাদেশ প্রতিদিনকে জানান, সন্ধ্যায় কোস্টগার্ড ৩টি তক্ষকসহ চুন্নুকে তাদের নিকট হস্তান্তর করে। রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতে বন্যপ্রাণী আইনে চুন্নুকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ৩টি তক্ষককে রাতেই হরিণবাড়িয়া বনে অবমুক্ত করা হয়েছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/শফিক