কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বগুড়ার আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন বগুড়া অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মানববন্ধনে বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এস এম শহীদুল আলম, বগুড়া বিএডিসির যুগ্ম পরিচালক মোশাব্বের হোসেন রিন্টু, বগুড়া বিএডিসির উপপরিচালক (বীজ উৎপাদন) সামসুজোহা প্রামাণিক, বগুড়া বিএডিসির উপপরিচালক (বীজ প্রক্রিয়াজাতকরণ) কবির আহমেদসহ বগুড়া জেলার বিএডিসির বীজ, সার ও সেচ উইং এর সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন