বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং প্রান্তিক কৃষকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণের মধ্য দিয়ে বরিশালে জাতীয়তাবাদী কৃষক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বরিশাল প্রেস ক্লাব চত্বর থেকে প্রান্তিক কৃষকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা (দক্ষিন) বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন। জেলা কৃষকদল আহŸায়ক মোহসিন আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. শফিউল আলম সফরুলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাহিদুল কবির, জেলা (দক্ষিণ) যুবদলের সাধারণ সম্পাদক এএইচএম তসলিম উদ্দিন। এছাড়া জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম আনোয়ার, জিয়াউল আহসান শামিম এবং আল-আমিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/আল আমীন