রংপুরের মিঠাপুকুর উপজেলার ৬ ইটভাটায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে র্যাব-১৩, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস সহযোগিতা করেন। পরিবেশের জন্য ক্ষতিকর ও অনিয়মের অভিযোগে তাদের জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম বন্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে র্যাব-১৩, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এমএইচবি, এএফটি, আরডিএস, বিবিএ, এমটিএস ও এএসবি ইটভাটার ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া কয়েকটি ইটভাটায় পরিবেশের জন্য ক্ষতিকর স্থাপনা ও অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়। রংপুরের সব উপজেলা ধারাবাহিকভাবে এই অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই