নাটোরে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলা হল রুমে সংসদ সদস্য ও অপরাজিতা-নারীদের নিয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন ও হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশনের সহায়তায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-নওগা আসনের সংরক্ষিত মহিলা এমপি রত্না আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান ফাউন্ডেশনের ‘অপরাজিতা-নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের নাটোর জেলার সমন্বয়ক শাহীনা লাইজু, ডিপিও মাহফুজুর রহমান ও উপজেলা সমন্বয়কারী কারিমা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পুরুষের পাশাপাশি নারীরা আজ দেশ পরিচালনা এগিয়ে এসেছে। একটি দেশের উন্নয়নে এককভাবে ভাবলে হবে না। নারী-পুরুষ সবাই মিলে দেশ গঠনে কাজ করতে হবে।
বিডি প্রতিদিন/এমআই