মুুজিববর্ষ উপলক্ষে ঝিনাইদহের ২২৫টি ভূমিহীন পরিবারকে দেওয়া হচ্ছে পাকা ঘর। মঙ্গলবার সকালে এসব ঘর পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক ডা. মোহাম্মদ মহিবুল হাসান।
তিনি ঝিনাইদহ সদর উপজেলার ৮ নম্বর পাগলা কানাই ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের মীর ইলিয়াস হোসেন সড়কে নির্মাণাধীন ৩৮টি ঘর নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, এসিল্যান্ড খাঁন মোহাম্মদ আব্দুল্লা আল মামুন, পিইও নিউটন বাইডেন, ইউপি চেয়াম্যান একেএম নজরুল ইসলাম, সহকারী ভূমি কর্মকর্তা এমএম কাইয়ুম মুক্ত, ইউপি সদস্য আসাদুজ্জামান সুজন ও চান মিয়া প্রমুখ। পরে তিনি একে একে জেলার সব ঘর পরিদর্শন করেন।
উল্লেখ্য, মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশে গৃহহীনদের জন্য আবাসন ব্যবস্থার অংশ হিসেবে ‘ক’ শ্রেণির গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।
এ বিষয়ে ইউএনও বদরুদ্দোজা শুভ বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর অঙ্গীকার দেশে কেউ গৃহহীন থাকবে না। তারই অংশ হিসেবে প্রথম পর্যায়ে সদরে ১০০টিসহ জেলায় মোট ২২৫টি গৃহহীন পরিবারের মাঝে এসব ঘর বরাদ্দ দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই