ময়মনসিংহের হালুয়াঘাট সূর্যপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় এক চোরাকারবারি নিহত হয়েছেন। এ ঘটনায় বিজিবির এক সদস্যও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) দিবাগত ৪টার দিকে উপজেলার সূর্যপুর ডুমনিকুড়া সীমান্ত এলাকার (পিলার নং-১১২৯-৪-এস) বাংলাদেশ অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত চোরাকারবারি রাংসী সাউথ গারো হিলস রাংসাপাড়া এলাকার জন এন মারাকের ছেলে থ্রিডিয়ন মোমিন (৪৬)। তার সঙ্গে থাকা ভারতীয় ন্যাশানাল আইডি কার্ডে এ তথ্য পাওয়া যায় বলে সাংবাদিকের বিষয়টি নিশ্চিত করেন বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল তৌহিদ মাহমুদ।
জানা যায়, সোমবার রাতে টহলের সময় হালুয়াঘাটের সুর্যপুর সীমান্তে ডুমনিকুড়া এলাকায় একটি একাশি বাগানে ১০ থেকে ১১ জনের একটি দল ঘুরাফেরা করতে দেখে, তাদের চ্যালেঞ্জ করে সূর্যপুর বিওপি’র বিজিবি সদস্যরা। তখন তারা বিজিবি সদস্যদের ওপর হামলা করে। এতে বিজিবি’র এক সদস্য আহত হন। তখন আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালালে চোরাকারবারিরা পালিয়ে যান। পরে মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে বিজিবি ও হালুয়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে ওই চোরাকারবারির মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ বিকালে গোবরাকুড়া সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
মৃতদেহ উদ্ধার শেষে হালুয়াঘাট থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, নিহত চোরাকারবারির কাছ থেকে ২টি দেশীয় অস্ত্র, ১২ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ, ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল হ্যান্ডসেট, ৬ হাজার ১৬০ ভারতীয় রুপিসহ ভারতীয় এনআইডি কার্ড ও ব্যাংক ডকুমেন্ট উদ্ধার করা হয়।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, সোমবার রাতে ভারতীয় চোরাকারবারি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে, বিজিবি তাদের ধাওয়া করে। এতে ভারতীয় এক চোরাকারবারি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ