গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকা থেকে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-কালিয়াকৈর উপজেলার পাইক পাড়া এলাকার মৃত আবু সাইদের ছেলে মেহেদী হাসান (৩২) ও একই এলাকার আ. রশিদের ছেলে আরিফ হোসেন (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা উপজেলার বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাই করে আসছিল। সোমবার রাতে চুরি হওয়া মোবাইলের আইএমইআই এনালাইসিস করে মেহেদী হাসানকে আটক করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদের পর আরিফ হোসেনকে আটক করা হয়। এই ছিনতাইকারী দল উপজেলার বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে থাকে।
কালিয়াকৈর থানার এএসআই ইমরান হোসেন জানান, দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই