বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আজিজুল হক (৪০) নামক এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ সকালে ঘটনাটি ঘটেছে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় লেঙ্গুরা ইউনিয়নে পূর্ব জিগাতলা গ্রামে।
মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জিগাতলা গ্রামের মো. ফজলুল হকের ছেলে জিগাতলা বাজারের ব্যবসায়ী আজিজুল হক নিজ বাড়িতে গোসল করছিলেন। এ সময় পানির ট্যাঙ্কি শূন্য হয়ে যাওয়ায় ভেজা শরীর নিয়েই মোটরের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি দেখতে পেয়ে তার ভাই ইমাম হোসেন মেইন সুইচ বন্ধ করে দেন। ততক্ষণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার