সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কৃষককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে এরশাদ আলী (৩২) নামের ওই কৃষক চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি উপজেলার দক্ষিণ ঢালারপাড় গ্রামের রুসমত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সকালে সবজি ক্ষেতে গরু প্রবেশ নিয়ে একই গ্রামের আজিম উদ্দিনের ছেলে কাসেম ও আমিনের সাথে বাকবিতন্ডা শুরু হয় এরশাদের। একপর্যায়ে কাসেম ও আমিন লাঠিসোটা নিয়ে হামলা চালালে এরশাদ গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।
বিডিপ্রতিদিন/ ২৭ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান