ইঁদুরের উপদ্রব ঠেকাতে বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে রাখা ইরি ধানের ক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিযুষ ঢালী (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীররাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিরার বাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পিযুষ ওই গ্রামের হরিপদ ঢালীর ছেলে। তিনি মাদারীপুরের শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, ইঁদুরের উপদ্রব ঠেকাতে পিরার বাড়ি গ্রামের রানা মিয়া তার ইরি ধানের ক্ষেত বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে রেখেছেন। রাতে পিযুষ ওই ধান ক্ষেতের পাশ দিয়ে বিলে মাছ ধরতে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম