বাগেরহাটের মোরেলগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। মেয়েটির মা বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন।
সোমবার রাত ১১টার দিকে পুটিখালী গ্রামের এই মেয়েটিকে জোরপূর্বক ধরে নিয়ে ধর্ষণ করে গজালিয়া গ্রামের বাচ্চু মৃধার বখাটে ছেলে মাসুদ মৃধা(২২)। থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে বুধবার বেলা ১০টায় ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।
থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, কিশোরী মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। এই মামলার একমাত্র আসামি বখাটে ছেলে মাসুদ মৃধাকে (২২) আটকের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। মেয়েটি দক্ষিণ পুটিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষা সম্পন্ন করেছে।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৭/হিমেল