মানিকগঞ্জের সাটুরিয়ায় দুই বাসের মুখোমুখি কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের বেশির ভাগই পোশাক কারখানার নারী শ্রমিক। আজ সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-আরিচা মহসড়কের সেকেন্ড গোলড়া নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, সকালে সাটুরিয়ার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকার তারাশিমা অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার কর্মীবাহী বাসের সঙ্গে পাটুরিয়াগামী অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ বেশ কয়েক জন আহত হয়। তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পরপরই মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড়ঘণ্টা পর্যন্ত মহাসড়কের উভয় পাশে থেমে-থেমে চলে যানবাহন। পরে সকাল সোয়া ৯টার দিকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৭/হিমেল