বগুড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। আজ ভোর ৬টার দিকে জেলার মোকামতলার বিহারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১১ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ বলেন, নিহতদের মধ্যে দুই জন নারী, একজন পুরুষ রয়েছে।তারা ঘটনাস্থলেই মারা যান। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৭/হিমেল