চুয়াডাঙ্গার আলুদিয়ায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের চিহ্নিত সন্ত্রাসী মোহাম্মদ কেতু (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া কবরস্থানের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত কেতু চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের শওকত আলীর ছেলে।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি রিভলবার, ৬টি বোমা, ২ রাউন্ড কার্তুজ ও ৬টি হাসুয়া উদ্ধার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) আমির আব্বাস জানান, চুয়াডাঙ্গা জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী কেতুকে মঙ্গলবার ভোরে ঢাকার কেরানিগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। সন্ধ্যায় তাকে ঢাকা থেকে চুয়াডাঙ্গায় নিয়ে আসা হয়। চুয়াডাঙ্গা সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে কেতু তার হেফাজতে অস্ত্র আছে বলে স্বীকার করে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল কেতুকে নিয়ে মঙ্গলবার রাত ২টার দিকে অস্ত্র উদ্ধারে যায়। ঘটনাস্থলে আগে থেকে ওৎ পেতে থাকা কেতুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় কেতু পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। কেতুর সহযোগিরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ কেতু ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশ জানায়, নিহত কেতুর বিরুদ্ধে তিনটি হত্যাসহ ৬টি মামলা আছে।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৭/আরাফাত/হিমেল