রাঙামাটির লংগদু উপজেলায় কমিউনিটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের ৩২ জন নারীদের সেলাই মেশিন বিতরণ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে লংগদু সেনা জোনের উদ্যোগে আয়োজিত দুস্থ মহিলাদের প্রশিক্ষণ শেষে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোন কমান্ডার লে. কর্নেল মো. আব্দুল আলীম চৌধূরী। এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. জানে আলম, লংগদু উপজেলা চেয়ারম্যান মো. তোফাজ্জেল হোসেন ও লংগদু থানার কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে লংগদু জোন কমান্ডার লে. কর্নেল মো. আব্দুল আলীম চৌধূরী জানান, লংগদু এলাকার দুস্থ ও বেকার মানুষদের বিশেষ করে মহিলাদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে লংগদু জোন প্রতিষ্ঠিত করে ২৪ জনের ধারণ ক্ষমতা বিশিষ্ট কমিউনিটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। আধুনিক ও দৃষ্টিনন্দন অবকাঠামো ও নিরাপত্তাবেষ্টিত পরিবেশে দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে এখানে প্রতিদিন ২৪ জন প্রশিক্ষণার্থী সেলাই প্রশিক্ষণ গ্রহণ করছে। এর মধ্যে ৪৮ জন সফলতার সাথে এ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এই কমিউনিটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র থেকে ১ম ও ২য় ব্যাচের ৩২ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের প্রত্যেকের হাতে সনদপত্র ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ শেষে নারীরা যাতে নিজেদের আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারে সে লক্ষ্যে এ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৭/মাহবুব