কিশোরগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর প্রেস ক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে আহমেদ উল্লাহর সভাপতিত্বে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক শতাব্দীর কণ্ঠের সম্পাদক আহমেদ উল্লাহকে সভাপতি, এনটিভির জেলা প্রতিনিধি মারুফ আহমেদ (সাংবাদিক সদস্য) ও প্রবীণ শিক্ষক আবু খালেদ পাঠানকে (সহযোগী সদস্য) সহ সভাপতি, একুশে টিভি ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি সাকাউদ্দিন আহাম্মদ রাজনকে সাধারণ সম্পাদক এবং ইত্তেফাকের জেলা প্রতিনিধি সুবীর বসাক ও ডা. আ. ন. ম. নৌশাদ খানকে (আজীবন সদস্য) সদস্য করে এ কমিটি গঠন করা হয়।
খুব শিগগির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় জানানো হয়। এ সময় উপস্থিত সকলেই নবগঠিত কমিটির কর্মকর্তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
সভায় প্রেস ক্লাবের সাংবাদিক সদস্য, সহযোগী সদস্য ও আজীবন সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৭/মাহবুব