কুষ্টিয়ার মিরপুরে মাদক সেবনের দায়ে দু’জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সন্ধ্যায় সন্ধ্যায় পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া মোড়ে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহমেদের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।
এরা হলেন উপজেলার পোড়াদহ ইউনিয়নের সুগন্ধি বালিয়াশিশা গ্রামের মকবুল ফকিরের ছেলে জিয়ার ফকির (৪০) ও তেঘরিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে সাহেদ মণ্ডল (৩৫)।
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৭/হিমেল