বাংলাদেশের কার্ডিনাল আর্চবিশপ প্যাট্রিক ডি’ রোজারিও সিএসসি-এর দিনাজপুরে শুভাগমনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিলো গান ও নৃত্যের তালে-তালে অতিথিকে বরণ করা, খ্রিষ্টীয় নিয়ম অনুযায়ি অতিথির পাঁ ধুইয়ে তাকে বরণ করা, আলোচনা সভা এবং শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান।
মঙ্গলবার বিকেলে শহরের কসবাস্থ দিনাজপুর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ক্যাথিড্রাল গীর্জা প্রাঙ্গনে এসব কর্মসূচি পালন করা হয়।
মত বিনিময় সভায় উপস্থিত খ্রিষ্ট ধর্মালম্বীদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশের কার্ডিনাল আর্চবিশপ প্যাট্রিক ডি’ রোজারিও সিএসসি ও দিনাজপুর ধর্ম প্রদেশের বিশপ ড. সেবাস্টিয়ান টুডু।
এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন ফাদার লিডিও প্রেতে ভিকার জেনারেল, ফাদার মার্কুস মুর্মু, কসবার পালক পুরোহিত ফাদার সিলাস কুজুর, সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ব্রাদার নির্মল ফ্রান্সিস গমেজ সিএসসিসহ অন্যান্য ফাদার, সিস্টার, ব্রাদার ও খ্রিষ্ট ভক্তবৃন্দ।
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৭/হিমেল