মাদক সরবরাহ না করার জেরে কামরুল হাসান নামে এক যুবককে বিবস্ত্র করা বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলিফ মাহমুদকে অব্যাহতি দেয়া হয়েছে। সেই সাথে কমিটি ভেঙে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন বিলুপ্ত কমিটির সভাপতি তৌফিকুর রহমান শ্রাবন।
জানা যায়, গত ২৫ ডিসেম্বর বাগাতিপাড়ার পেড়াবাড়িয়া বাজারে নিজ কার্যালয়ের কামরুল হাসান নামে ওই যুবককে পিটিয়ে বিবস্ত্র করে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলিফ মাহমুদ। সোমবার সন্ধ্যায় উপজেলার মালঞ্চি পেরাবাড়িয়া বাজারে আলিফের অফিসে কামরুলকে ডেকে এনে এ ঘটনা ঘটানো হয়।
কামরুল পাশ্ববর্তী লালপুর উপজেলার চকশোভগ্রামের ওমর মন্ডলের ছেলে। এ ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ ওই পথ দিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে থামিয়ে ঘটনা খুলে বলেন। এসময় তিনি পুলিশকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। খবর পেয়ে আলিফের বাবা কলেজ শিক্ষক ফিরোজ আলী ঘটনাস্থলে হাজির হন এবং ছেলে আলিফের জন্য দুঃখ প্রকাশ করে ছেলেকে উপস্থিত লোকজনের সামনে পিটুনি দিয়ে শাসন করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার রহমানসহ শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ঘটনাটি নিয়ে মঙ্গলবার দলের উপজেলা কার্যালয়ে দলীয় ফোরামে আলোচনা হলে সর্বসম্মতিক্রমে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে আলিফকে অব্যাহতি দিয়ে কমিটি ভেঙে দেওয়া হয়। একই সাথে ওই সভায় বিলুপ্ত কমিটির সভাপতি তৌফিকুর রহমান শ্রাবনকে আহ্বায়ক করে উপজেলা ছাত্রলীগের ১৩ সদস্যে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেকেন্দার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলিফ মাহমুদকে অব্যহতি দিয়ে ছাত্রলীগের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি দলের উচ্চ ফোরামে জাননো হয়েছে।
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম