বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় স্বরণকালের সেরা বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ শোভাযাত্রা হয়।
ওয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ভিন্ন ভিন্ন ব্যানারে পৃথক পৃথক মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে এসে সমবেত হয়। এরপর নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ওয়ালিয়া বাজারে এসে শেষ হয়। শোভা যাত্র শেষে ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী।
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৭/হিমেল