ফরিদপুর শহরের বাইপাস সড়কের ব্রাহ্মণকান্দা এলাকায় কাজে ব্যবহৃত পাথর, পিচ ও গ্রিন ওয়েল মিক্সচার মেশিনের প্লান্ট বিস্ফোরণ হয়ে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল বিকালে এই বিস্ফোরণ ঘটে। দগ্ধ দুই শ্রমিককে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামিন (৩৫) ও মোকসেদ (৪০)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণকান্দা এলাকায় একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সেখানে সড়কের কাজে ব্যবহৃত মিক্সচার প্লান্ট স্থাপন করছিল। শুক্রবার বিকাল ৩টার দিকে মিক্সারের কাজের সময় প্লান্টে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সেখানে কর্মরত শ্রমিক আলামিন ও মোকসেদ দগ্ধ হন। তাদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়। ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গ্রিন ওয়েল থাকায় আগুনে ধোঁয়ার তীব্রতা বেড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।