‘আমাদের ভবিষ্যৎ বিক্রি করো না’ স্লোগানে নোয়াখালীতে বিশ্ব জলবায়ু ধর্মঘট হয়েছে। জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ, নবায়নযোগ্য শক্তির জন্য বিনিয়োগ বাড়ানোর আহবান জানানো হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও’র উদ্যোগে ও গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ধর্মঘট হয়। এতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য অংশ নেন।
বক্তারা বলেন- জীবাশ্ম জ্বালানির কারণে বৈশ্বিক উষ্ণতা বেড়েছে, যা দ্রুত জলবায়ু পরিবর্তনে ব্যাপক প্রভাব বিস্তার করছে। পশ্চিমা বিশ্বের সম্পদশালী দেশগুলো জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বাড়াচ্ছে। তাদের পূজিবাদী মনোভাব দিন দিন পুরো বিশ্বকে ধ্বংস করছে। ধর্মঘটে অংশগ্রহণকারীরা জলবায়ু সুবিচারের দাবি জানান। নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি জলবায়ু তহবিলে অর্থায়ন বাড়ানোরও দাবি জানান তারা।