কক্সবাজারে কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে ৫ লাখ ইয়াবাসহ ২১ পাচারকারীকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ১৮ জন রোহিঙ্গা রয়েছে। গতকাল কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও র্যাব-১৫-এর সমন্বয়ে কক্সবাজারের কলাতলী বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ইঞ্জিনচালিত দুটি সন্দেহজনক কাঠের বোটকে থামার সংকেত দেয় আভিযানিক দল। সংকেত অমান্য করে তারা বোট দুটি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোট দুটি আটক করা হয়। এ সময় বোটে তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে বরফের ভিতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫ লাখ ইয়াবা জব্দ করা হয়।