নাটোরের গুরুদাসপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক নারীকে কুপিয়ে হত্যচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জাকারিয়া হোসেন (৩০) নামে একজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। ভুক্তভোগী নারীর স্বামী গতকাল গুরুদাসপুর থানায় মামলাটি করেন। ওসি গোলাম সারোয়ার হোসেন বলেন, পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করেছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে জাকারিয়া।