নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আশিকুর রহমান (৩০) নামে এক যুবলীগ নেতা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। রাজধানীর জাতীয় বার্ন ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তিনি মারা যান।
আশিকুর নারায়ণগঞ্জের সোনারগাঁর শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ও ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক। পারিবারিক কলহের জেরে গত সোমবার নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। আশাপাশের লোকজন তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করেন। সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, আশিকুর নামে একজন শরীরে আগুন দিয়ে মারা গেছেন শুনেছি। আমাদের এ বিষয়ে কিছু জানানো হয়নি। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে জানতে পেরেছি।