গাজীপুরের টঙ্গীবাজার সেনাকল্যাণ কমপ্লেক্সের সামনে থেকে তাঁতী লীগ নেতা শাহরীয়ার হোসেন সৈকতকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। তিনি টঙ্গী পূর্ব থানা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার দেওয়া তথ্যমতে হাজীর মাজার বস্তির বিভিন্ন আস্তানায় অভিযান চালিয়ে সহযোগী আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- শাহানুর আহমেদ অমিত, হিরা, বায়েজিদ, জাহিদ ও নূর ইসলাম। তাদের হেফাজতে থাকা একটি বিদেশি রিভলবার, শর্টগানের চার রাউন্ড গুলি, হিরোইন, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। গতকাল র্যাব-১ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
র্যাব জানায়, সৈকত হাজীমাজার বস্তির মাদক সম্রাট রবিউল ইসলাম বাবুর ক্যাডার হিসেবে প্রায়ই অস্ত্র প্রদর্শন করে জনমনে ভীতি সঞ্চারের জন্য শোডাউন করে আসছিলেন। গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন স্থানে ছাত্রদের ওপর গুলিবর্ষণ করেন সৈকত। এ-সংক্রান্ত ভিডিও তার গোপন ফেসবুক আইডি থেকে পোস্টও করেন।