সিরাজগঞ্জ পৌর শহরের কোবদাসপাড়ায় সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তারের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। বুধবার রাতে স্থানীয় আওয়ামী লীগের কাউন্সিলর হোসেন আলীর সন্ত্রাসী বাহিনী এ হামলা চালিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর। এ ঘটনায় ভুক্তভোগী সাত্তার সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে রাত ১০টার দিকে হঠাৎ করে হোসেন আলীর নেতৃত্বে রুবেল, মিন্টু, লিটন তালুকদার, রাকিব, কবির সেখ শাহাদত সেখ ও নাসিরসহ প্রায় ৪০ জন সন্ত্রাসী দেশি অস্ত্র নিয়ে সাত্তারের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। হামলকারীরা প্রতিষ্ঠানের ক্যাশ থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় দুপুরে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ওসি হুমায়ুন কবির জানান, তদন্তপৃর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।