নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজকে অপসারণে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময়ের মধ্যে তাকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। নীলফামারী জেনারেল হাসপাতালের সামনে গতকাল মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। বক্তারা বলেন, এ হাসপাতালে চিকিৎসা সেবার মান অত্যন্ত খারাপ। মানসন্মত খাবারও পরিবেশন করা হয় না। পর্যাপ্ত ওষুধ পাচ্ছেন না রোগীরা। বিশেষ করে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগের ক্ষেত্রে আওয়ামী লীগ পুনর্বাসন করা হচ্ছে। আওয়ামী লীগের ঠিকাদাররাই কর্মী নিয়োগ দিচ্ছেন এ তত্ত্বাবধায়কের সহায়তায়। তত্ত্বাবধায়কের কারণেই সেবার মান বাড়ছে না। তত্ত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজ বলেন, অভিযোগ থাকতে পারে। সেগুলো অনুসন্ধান হোক তাহলে প্রকৃত বিষয় জানা যাবে। আমিও চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অভিযোগের সত্যতা যাচাই করুক।