দিনাজপুরের স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে দপ্তরের কিছু নথিপত্র পুড়ে গেছে। গতকাল ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ভবনের চতুর্থ তলার অতিথি কক্ষে দুই কর্মকর্তা আটকা পড়েন। তাদের একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তারা হলেন- উপপরিচালক রবিউল ইসলাম ও প্রকৌশলী মুন্নাফ হোসেন।