বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিত করা হয়েছে। তারা হলেন- বেলকুচি পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো. জুলহাস ও ফটিক হোসেন। যুবদলের সাত নেতাকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। সিরাজগঞ্জ বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বুধবার রাতে এ তথ্য জানানো হয়।